
আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষীপুর):
বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রবীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রবীণদের কল্যাণে নতুন একটি উদ্যোগ হিসেবে, আজ ২৪ জুন ২০২৫, রায়পুর সরকারি কলেজে রিক এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়।
এতে মোট ৩৫৪ জন রোগী চক্ষু পরীক্ষা করান এবং তাদের মধ্যে ২৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার সুযোগ দেওয়া হয়। ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়, যাতে তাদের চোখের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধান সম্ভব হয়।
উক্ত চক্ষু ক্যাম্পের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব সৈয়দ মোঃ আরশাদ আলী, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, প্রধান কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার এজিএম ফেরদৌসী বেগম, মোঃ মিতুল খান, জোনাল ম্যানেজার নোয়াখালী, মোঃ মোশারফ হোসেন মন্ডল, এরিয়া ম্যানেজার চাঁদপুর সহ স্থানীয় কর্মকর্তা এবং কর্মীরা।
রিকের মূল লক্ষ্য হল সমাজের দরিদ্র ও দুস্থ প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা, বিশেষ করে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। প্রবীণদের স্বাস্থ্য সমস্যা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তাই রিক এই ধরণের ক্যাম্প আয়োজন করে তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে রিক প্রবীণদের সুরক্ষা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আরো বেশি সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ।