
মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে চালানো এক বিশেষ অভিযানে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (২১ জুন) রাতে কুমিল্লা সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মো. রাসেল ও মোহাম্মদ শরীফ নামের দুই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি দেশীয় তৈরি দা, ২টি বড় ছুরি, ২টি ছোট ছুরি, ২টি এয়ারসফট পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট এবং ৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা এয়ারসফট পিস্তল ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে—রাসেলের বিরুদ্ধে ৩টি এবং শরীফের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের দক্ষিণ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।