শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :

মাদক সরবরাহের অভিযোগে নীলফামারীতে কারারক্ষী বরখাস্ত

  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৩ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:

নীলফামারী জেলা কারাগারে মাদক সরবরাহের অভিযোগে কারারক্ষীকে সাময়িক বরখাস্ত, নীলফামারী জেলা কারাগারে গাঁজা সহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে।

অভিযুক্ত কারারক্ষীর নাম মো. সালমান শাহ (২৮)। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন ২০২৫ ইং) রাতে নীলফামারী জেলা কারাগারে দায়িত্ব পালনের জন্য সালমান শাহ উপস্থিত হন। কারা অভ্যন্তরে প্রবেশের আগে প্রধান ফটকে সহকারী প্রধান কারারক্ষী মো. শহিদুল ইসলাম তার দেহ তল্লাশি করেন। এ সময় সালমান শাহের ইউনিফর্মের নিচে, ডান পায়ের হাঁটুর নিচে টাইটস প্যান্টের ভাঁজে লুকানো অবস্থায় ৮ গ্রাম শুকনো গাঁজা পাওয়া যায়। তাৎক্ষণিক ব্যবস্থা ঘটনার পরপরই গেটরক্ষী কারারক্ষী মো. আব্দুল মাজেদ তাৎক্ষণিকভাবে জেল সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

অভিযুক্ত কারারক্ষী সালমান শাহকে আরপি গেটের বাইরে রাখা হয় এবং বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে তাৎক্ষণিক বরখাস্ত ও আটক করা হয়। পুলিশের কাছে হস্তান্তর ও মামলা পরে নীলফামারী থানা পুলিশের মোবাইল টিম কারাগারের ফটকে উপস্থিত হলে আটক সালমান শাহ এবং উদ্ধারকৃত গাঁজা তাদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ডিজিটাল ওজনে গাঁজার পরিমাণ ৮ গ্রাম নির্ধারণ করে, যার বাজারমূল্য আনুমানিক ৮০০ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজাটি জব্দ তালিকাভুক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে সালমান শাহ জানান, তিনি ব্যক্তিগত সেবনের উদ্দেশ্যেই গাঁজাটি সঙ্গে রেখেছিলেন। এ ঘটনায় নীলফামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য নীলফামারী জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কয়েকজন কারারক্ষী কারাগারের ভেতরে গাঁজা সরবরাহ করে আসছেন।

তাদের একাধিকবার বাধা দেওয়া হয়েছে। এর মধ্যেই আজকে সালমান শাহকে আটক করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর সাঈদ নিশ্চিত করেছেন যে, আটককৃত কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102