শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :

কয়রায় উত্তরণের অ্যাকসেস প্রকল্পের অবহিতকরণ সভা

  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৯ Time View

উপজেলা করেসপন্ডেন্ট:

ব‌ঙ্গোপসাগ‌রের কোল‌ঘেঁষা উপকূলীয় উপজেলা খুলনার কয়রায় উত্তরণের এক্সেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ ঘটিকায় উপজেলা কনফারেন্স কক্ষে উত্তরণের ওই অ্যাকসেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উত্তরণের অ্যাকসেস প্রকল্পের প্রোগ্রাম অপারেশন ম্যানেজার আফরোজা আক্তার বানুর সভাপতিত্বে ও অ্যাডভোকেসি নেটওয়ার্কিং এন্ড মাইগ্রেশন অফিসার মো. ফয়সালা মণ্ডলের সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মামুনুর রসিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান, উত্তরণের ডি আর আর এন্ড ওয়াশ অফিসার দ্বিপদ মুখার্জি, অ্যাগ্রিকালচার এন্ড লাইভলিহুড অফিসার নুসরাত জাহান মাফিয়া, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ, এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ।

হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর সহযোগিতায় উত্তরণ সংস্থার বাস্তবায়নে অ্যাকসেস প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ সভায় প্রকল্পের প্রোগ্রাম অপারেশন ম্যানেজার আফরোজা আক্তার বানু প্রকল্পের কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনা করেন, পাশাপাশি সভায় অংশগ্রহণকারী সাংবাদিক ও জনপ্রতিনিধিরা এলাকায় কাজের জন্য বিভিন্ন পরামর্শ প্রধান করেন।

উত্তরণের এই প্রকল্পের মাধ্যমে কয়রা উপজেলার ঝুঁকিপূর্ণ দুর্যোগ ঝুঁকি নিরসন, জলবায়ু সহনশীল, কৃষি জীবিকায়ন, স্থানান্তরিত, মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিবেশ বিষয়ক কাজের পরিকল্পনা রয়েছে বলে ও জানান কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102