
আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর থানার বিশেষ অভিযানিক টিম এবং সেনাবাহিনীর সমন্বয়ে ১৭ জুন ২০২৫ গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানাধীন চরপাতা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় চলমান দশ মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল করিম (৪৮) গ্রেফতার করা হয় ।
এই সময় তার কাছ থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ওজন পরিমাপক যন্ত্রসহ গ্রেফতার করা হয় ।
মাদক ব্যবসায়ী আব্দুল করিমের বাড়ি চরপাতা গ্রামে। পিতার নাম : শহীদুল ইসলাম মাতা: বেলি বেগম। ৮ নং ওয়ার্ড মন্নান মুন্সী বাড়ি থানা- রায়পুর, জেলা – লক্ষ্মীপুর ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াদিন এবং দশটি মামলা চলমান রয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।