
আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর)
রায়পুরে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পৌর ছাত্রদল ও অঙ্গ সংগঠন। শনিবার ১২ টায় পৌর ছাত্রদলের নেতা জিহাদের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
ছাত্রদল কর্মীদের মধ্যে মাস্ক ও হ্যান্ডগ্লাভস বিতরণ শেষে বিভিন্ন দলে বিভক্ত হয়ে নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশাত।
বিএনপি নেতা এমরান বলেন উপজেলা বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, শুধু হাসপাতাল নয় , রায়পুরের আনাচে কানাচে তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর হৃদয় বলেন আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দিন ধরেই বিভিন্ন ধরনের অনিয়ম চলছে , রোগীরা তাদের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, হাসপাতালের চারপাশে যে ময়লা আবর্জনা, নেই কোনো তদারকি। রোগীরা সুস্থ হওয়াতো দূরের কথা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। উপজেলা প্রশাসনের দৃষ্টি দেওয়ার জন্য দিক নির্দেশনা প্রধান করেন।
পৌর ছাত্রদল নেতা জিহাদ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি উদ্বোধন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জনগনের পাশে, উন্নয়নের পাশে রয়েছে থাকবে। তিনি অভিযোগ এনে বলেন কাঁচের বোতল, ইনজেকশনের সিরিজ রাস্তায় চলাচলের পথে ফেলে রেখেছে । ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই চলাচল করে, এতে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। হাসপাতালের কতৃপক্ষ এবং প্রশাসনের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন।
পৌর ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশাত বলেন রায়পুরে ৩ লক্ষ লোকের বসবাস কিন্তু ৫০ শয্যা হাসপাতালটি তিন লক্ষ লোকের জন্য পর্যাপ্ত নয়। ধন্যবাদ জানাই পৌর ছাত্রদল নেতা জিহাদের প্রতি, পরিচ্ছন্নতা উদ্যোগ নেওয়ার জন্য।এতে বি , ডি, ক্লিন স্বেচ্ছাসেবীরা ও পরিচ্ছন্নতা উদ্যোগে অংশগ্রহণ করেন।