
মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
সভাপতি নির্বাচিত মোঃ ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সুমন কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর যুব কল্যাণ সংঘের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার পীর কাশিমপুর এন.আর. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
৮১০ জন ভোটারের মধ্যে ৬৭৯ জন ভোট প্রদান করেন। নির্বাচন অনুষ্ঠিত হয় মোট ২৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই চারটি পদে। বাকি পদগুলো মনোনয়নের (সিলেকশনের) মাধ্যমে নির্ধারণ করা হয়।
নির্বাচনে নির্বাচিতরা হলেন:
সভাপতি: মোঃ ইকবাল হোসাইন (আনারস প্রতীক) – ৩৬৪ ভোট
সাধারণ সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান সুমন (উড়োজাহাজ প্রতীক) – ৪২৬ ভোট
সহ-সাধারণ সম্পাদক: এম এম গোলাম হাক্কানী (টেলিফোন প্রতীক) – ৫৫৬ ভোট
সাংগঠনিক সম্পাদক: দেলোয়ার হোসেন (টিয়া পাখি প্রতীক) – ২৭৪ ভোট
নির্বাচনের দায়িত্বে ছিলেন পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মিজানুর রহমান।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ, সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার এবং সংঘের সদস্য সচিব সাঈদ শাহ।
সৈয়দ আবদুল কাইয়ুম খসরু বলেন, “১৯৭৭ সালে প্রতিষ্ঠিত পীর কাশিমপুর যুব কল্যাণ সংঘ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে গঠনমূলক কাজে উৎসাহিত করার জন্য কাজ করে যাচ্ছে। ধর্মীয় বই পড়া, খেলাধুলার আয়োজনসহ নানা উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করে গড়ে তোলার চেষ্টা করছে সংঘ।”
নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।