
মাহাবুল ইসলাম গাজীপুর
গাজীপুরে সোনাবাংলা গাড়ী চাপায় এক নারী নিহত, মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের গাড়ী চাপায় এক নারী নিহত, টঙ্গীতে ফরিদা ইয়াসমিন (৬৫) নামে এক নারী মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জনগণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১৭ ফেব্রুয়ারি ১২.৪০ মিনিটে দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী’র সামনে আজ আলহেরা মাদরাসার একজন অভিভাবক ছিলেন ।
নিহত ফরিদা ইয়াসমিন গাজীপুর জেলার সদর থানার টঙ্গী গ্রামের আঃ ওহাব মোল্লার স্ত্রী । তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, তার নাতিকে আনতে জাই ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকাল ১২ .১০ তার নাতিকে নিয়ে বাসায় জাও পথে ফরিদা ইয়াসমিন এ সময় গাজীপুরা সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হতে গেলে মায়মানসিংহ থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি বাস ফরিদা ইয়াসমিন চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাস চাপায় ফরিদা ইয়াসমিনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জনগণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন ফরিদা ইয়াসমিনে,পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বাস পুলিশ গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে সোনাবাংলা গাড়ী জব্দ করে থানায় নিয়ে এসেছে।