শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

নাগরপুরে অনুষ্ঠিত হলো কাজিবাড়ী রি-ইউনিয়ন স্পোর্টস খেলা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৫৫ Time View

হোসাইন মৃদুল,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কাজিবাড়ী রি-ইউনিয়ন স্পোর্টস খেলা। মঙ্গলবার (১০ মে) রাতে অনুষ্ঠিত এই প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয় দুটি স্থানীয় দল—সাইলেন্ট কিংস ও টাইটান স্ট্রাইকার্স। খেলা শুরু হয় রাত ৯টায়।

আয়োজনের মূল লক্ষ্য ছিল—অঞ্চলের যুব সমাজকে মাদকের করাল গ্রাস ও প্রযুক্তি আসক্তি থেকে দূরে রেখে ক্রীড়ার প্রতি আগ্রহী করে তোলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি ফার্মার ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ সোহাগ পারভেজ।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা রাখেন নাগরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরুল কায়েস রাজিব। এছাড়াও উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আজিজুল্লাহ, কামরুল হাসানসহ আরও অনেকে।

প্রধান অতিথি জনাব সোহাগ পারভেজ বলেন- বাংলাদেশে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ, একটি অনুভূতির নাম। ক্রিকেট আমাদের শৃঙ্খলা শেখায়, সাহস জোগায় এবং দেশপ্রেমে অনুপ্রাণিত করে। আমিও ক্রিকেট খেলতে ভালোবাসি

ছাত্রদল নেতা ইমরুল কায়েস রাজিব তার বক্তব্যে আয়োজকদের ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন-এই রি-ইউনিয়ন খেলা আমাদের সবার জন্য একটি বড় অপেক্ষার নাম। প্রতিবছরই এটি ব্যাপকভাবে আয়োজন করা হয়। খেলোয়াড়দের প্রতি আমাদের প্রত্যাশা, তারা দর্শকদের জন্য একটি চমৎকার খেলা উপহার দেবেন।আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ!

খেলাকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শত শত দর্শকের উপস্থিতি, আতশবাজির ঝলকানি, শিশুদের আনন্দ ও বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ দিনটিকে পরিণত করে এক মহা আনন্দঘনে।

ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামে টাইটান স্ট্রাইকার্স। তারা নির্ধারিত ১৬ ওভারে ৮৭ রানে ৩ উইকেট হারায়। তবে আকস্মিক বৃষ্টির কারণে খেলা স্থগিত হয়ে যায় এবং শেষ পর্যন্ত উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102