শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৮০ Time View

টাংগাইল জেলা রিপোর্টার, রাকিব হাসান:

টাঙ্গাইলের ধনবাড়ীতে ” শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে (০৩ জুন) মঙ্গলবার ।

ধনবাড়ী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন করেছে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধনবাড়ী, টাঙ্গাইল ।ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার এর সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের সমােনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । ধনবাড়ী উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ( ভারপ্রাপ্ত) ডাঃ এনামুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকও নার্সবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), সাংবাদিক রাকিব হাসান প্রমুখ । ২৮ মে থেকে ০৩ জুন এই সপ্তাহে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরন , বিভিন্ন এতিমখানায় পুষ্টিকর ফল ও খাদ্যসামগ্রী বিতরন, উপজেলার সকল উপ স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে গর্ভবতী মা ও শিশুদের সাথে সপ্তাহ ব্যাপী পুষ্টি বিষয়ক সপ্তাহব্যাপী আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102