
নুরুল আমিন পলাশ :পাইকগাছা
“শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সর্বজনীন “এই প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর ৬ষ্ঠ দিন পালিত হয়েছে। এ উপলক্ষে প্রবীণ ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা ও তাদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে ডাঃ শাকিলা আফরোজ এর সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান এর সার্বিক সহযোগিতা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, মোঃ সরোয়ার হোসেন, অফিস সহকারী দেব্রত সরকার, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, আলোচনা সভায় প্রবীন ব্যক্তিদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ সহ স্বাস্থ্য সুরক্ষায় নানা ধরনের দিকনির্দেশনা মূলক টিপস প্রদান করা হয়।