
হোসাইন মৃদুল:
চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবজাগরণ দলের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে এ.কে. আজাদকে সভাপতি এবং মো. আশরাফুল মাখলোকাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ২০ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টায় এক স্বতঃস্ফূর্ত জনসমাগমের মধ্যে দিয়ে এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি পিয়ার হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক শামীম বেপারী স্বাক্ষরিত অনুমোদনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নবঘোষিত কমিটিতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি: এইচ.এম. গোলাম জহির
সহ-সভাপতি: তাজুল ইসলাম, মো. হানিফ, মো. জয়নাল আবেদীন
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ইউসুফ মুহুরী
যুগ্ম সাধারণ সম্পাদক: মিনহাজ উদ্দিন আহমেদ মুন্না, সৈয়দ আবেদ উল্লাহ নিউটন
সহ-সাধারণ সম্পাদক: মো. জাহাঙ্গীর মোল্লা, মো. বাছির মিয়া, মো. সালমান আহমেদ
সাংগঠনিক সম্পাদক: মো. বাবুল মিয়া
সহ-সাংগঠনিক সম্পাদক: কামরুল হাসান সোহেল
ধর্ম বিষয়ক সম্পাদক: মো. ধন মিয়া খন্দকার
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. ইকবাল
আইন ও বিচার বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মাসুদুর রহমান
শিক্ষা বিষয়ক সম্পাদক: অধ্যক্ষ মো. ইমরান খান
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. শামীম
কৃষি বিষয়ক সম্পাদক: মো. কামরুল চৌধুরী
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মো. হেলাল মিয়া
পরিবেশ বিষয়ক সম্পাদক: মো. শিপন মিয়া
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. সেলিম মিয়া
অর্থ বিষয়ক সম্পাদক: মো. আব্দুল জালাল
সাংস্কৃতিক সম্পাদক: মো. শাহ আলম
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মো. জালাল মিয়া (মাস্টার)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: মো. আনোয়ার
খাদ্য, বস্ত্র ও ত্রাণ বিষয়ক সম্পাদক: মো. মুজাহিদুল আলম
পরিকল্পনা ও প্রকল্প বিষয়ক সম্পাদক: মো. শাহনেওয়াজ
দপ্তর সম্পাদক: মো. রাজীব আহসান
এছাড়াও কমিটিতে আরও ২০ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটি ঘোষণার পর সাধারণ সম্পাদক মো. আশরাফুল মাখলোকাত বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী নবজাগরণ দল এমন একটি সংগঠন, যারা নতুন করে গণজাগরণ এবং গণতন্ত্রের চেতনায় বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের নবজাগরণের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, আমরা তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই গণতন্ত্রের জ্যোতি আবারো প্রজ্বলিত করতে চাই ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান।