
এম. শাহাবুদ্দিন রাজশাহী
মডেল ও অভিনয়ে অনবদ্য ভূমিকার জন্য মধু-লতা কে “মডেল ও অভিনেত্রী ”-তে লাবণ্য মিডিয়া এ্যাওয়ার্ড -২০২৫ সম্মাননা প্রদান করা হয়েছে।
২৩ মে ২০২৫ (শুক্রবার) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু একাডেমিতে “লাবণ্য এ্যাওয়ার্ড -২০২৫” আয়োজিত “কচিকাঁচার মেলা” অনুষ্ঠানে বিকেল ৩টা থেকে শুরু হওয়া বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশের টেলিভিশনের অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক সংস্থার প্রতিনিধিগণ এবং যুব সংগঠকরা উপস্থিত ছিলেন।
মধু-লতা একজন নিবেদিতপ্রাণ হিসেবে যিনি দীর্ঘদিন ধরে তিনি তরুণদের অভিনয়, মডেলিং ও সিনেমায় দক্ষতার সাথে কাজ করে আসছেন।
পুরস্কার প্রদানকারী সংগঠন লাবণ্য মিডিয়া হাউসের কর্ণধার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রোর হেদায়েতুল্লাহ তুর্কী বলেন, “ মধু-লতা স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে অভিনয় অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”
এই সম্মাননা শুধুমাত্র মধু-লতার ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং বাংলাদেশের মডেল ও অভিনয় অঙ্গনে এক গর্বিত সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
মধু-লতা বিভিন্ন টিভি নাটক, মডেলিং ও সিনেমায় কাজ করেছেন । তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের একটি গ্রাম থেকে এসে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।
মধু-লতা বলেন, জীবনে এই অবস্থানে আসার জন্য অনেক কষ্ট করেছি। গ্রামের মানুষ অনেক ভাবে ছোট করেছে, তবুও নিজের কাজ বন্ধ করি নাই। আজ খুব ভালো লাগছে, সবাই দোয়া করবেন যেন ভবিষ্যৎ এ আরো ভালো কাজ করতে পারি।