শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিয়াজ উদ্দিনকে হত্যার হুমকি

  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯১ Time View

নুরুল আমিন পলাশ :খুলনা

সাতক্ষীরা শ্যামনগরের ১০ আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও নওয়াবেকি বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে নানা দুর্নীতি ও দখল বাজি নিয়ে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরোচিফ ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রার অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিক রিয়াজ উদ্দিন কে হত্যার হুমকি দিয়েছেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও তার সাঙ্গপাঙ্গরা। চেয়ারম্যান বাবু আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ২৩/০৫/২৫ তারিখে দুপুর ৩টা ৩৫ মিনিটে। জানা যায় সাংবাদিক রিয়াজ উদ্দিনের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন চেয়ারম্যান ও তার সাঙ্গোপাঙ্গরা। এই হুমকির ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ঐ সাংবাদিক।

এ ব্যাপারে সাংবাদিক রিয়াজ উদ্দিন বলেন, বিগত আওয়ামী শাসন আমলে চেয়ারম্যান বাবুর বাবা ছিলেন শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান বাবু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও তার বাবার আ’লীগের ট্যাগ লাগিয়ে দুইবার কৌশল করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি হতদরিদ্রদের বিভিন্ন ভাতার নামে অর্থ বাণিজ্য, আশ্রায়ণ প্রকল্পে দুর্নীতি, খনন প্রকল্প সহ দখলবাজি নিয়ে বিগত সরকারের আমলেও একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন চেয়ারম্যান বাবু। এছাড়াও তিনি ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে শ্যামনগর পিআইও, এলজিইডি সহ বিভিন্ন দপ্তর থেকে পাওয়া একাধিক প্রকল্প গায়েব করে অবৈধভাবে অর্থ উপার্জন করার অভিযোগ উঠেছে বিতর্কিত চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে।

এ বিষয়ে আটুলিয়ার চেয়ারম্যান বাবুকে বারবার ফোন করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে ভুক্তভোগী সাংবাদিক রিয়াজ উদ্দিন কে হুমকির বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওঃ সানওয়ার হুসাইন মাসুম বলেন, চেয়ারম্যানের হুমকির বিষয়ে তথ্য প্রমাণ দেখে একটি সাধারণ ডায়েরি জমা নিয়েছি। এই বিষয়ে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102