নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:
নীলফামারীর ডোমার উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন— নীলফামারী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ সহ উপজেলা শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মাসিক সমন্বয় সভায় বক্তারা বলেন বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রাথমিক শিক্ষার প্রসার, শিক্ষাব্যবস্থা সহ বিবিধ বিষয়ে সকলকে সচেতনতা বৃদ্ধির বিষদ আলোচনা তুলে ধরেন।