শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

নাগরপুরে পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৩৪ Time View

হোসাইন মৃদুল,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

“ঐক্যই শক্তি, পরিবেশকের অধিকারই আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে ধারন করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় নাগরপুর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় পরিবেশক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি মো. শামীমুর রহমান খান শামীম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, নাগরপুর বাজার বণিক সমিতি ও নাগরপুর প্রেস ক্লাব সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক মো. আজিজুল হকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সমিতির নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মো. খোকন খান এবং পরিচালনা করেন মো. আবুল কালাম। এতে সমিতির কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিবেশকদের অধিকার নিয়ে আলোচনা হয়। বক্তারা ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে কমিটির সবার মতামতের ভিত্তিতে মো. খোকন খানকে সভাপতি ও মো. আবুল কালামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102