
টাংগাইল জেলা, রিপোর্টার, মো: রাকিব হাসান
টাঙ্গাইলে মঙ্গলবার (১৩ এপ্রিল) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে “বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল” রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান আয়োজন করে। প্রথমে শিশুদের নিয়ে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবশেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রুখসানা সিদ্দীকা । বিশেষ অতিথি ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল, শিশুসাহিত্যিক ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকু, পিটিআই এর অবসরপ্রাপ্ত সহকারী সুপারিনটেন্ডেন্ট কার্তিক চন্দ্র রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইলের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন ।