
আরিফ হোসেন রুদ্র:
বৃহস্পতিবার এক বিবৃতিতে শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, স্পেশাল ট্রাইবুনালের মাধ্যমে বিগত সরকারের খুন, গুম, ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট, ভেজাল, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করতে হবে দেশের স্বার্থেই।
তিনি আরো বলেন, এ সব অপরাধের জন্য মৃত্যুদন্ডের বিধান সম্বলিত এক্সিকিউটিভ অর্ডার পাশ করতে হবে এবং দেশের আইন শৃংখলা উন্নতির জন্য চাঁদাবাজি, চুরি ডাকাতি, জবর দখলের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের ব্যবস্থা সময়ের অনিবার্যং দাবি ।
১৯৭১ সালের ডিসেম্বরে মুক্তিযুদ্ধের পর আ’লীগ যদি একক সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করতো (সব মুক্তিকামী দল ও মানুষ নিয়ে) তাহলে আর ১৯৭৫ সালে আ’লীগ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হয়না ও তাদের নেতাদের মৃত্যুবরন করতে হয় না।তাই এখন বিএনপিকে বলবো সব স্টক হোল্ডারদের নিয়ে জাতীয় সরকার গঠন করুন।গনভোট নিন।দুর্নীতির বিচারের জন্য স্পেশাল ট্রাইবুনাল গঠন করুন।বিচারের মাধ্যমে খুন -গুম-পাচার -ঘুষ দূর্নীতির বিচার করুন এবং গনপরিষদের নির্বাচন করে সংবিধান গ্রহণ করুন। এভাবে একটা সৎ ও দেশ প্রেমিক জাতি গঠনে ভুমিকা রাখুন।নচেৎ ইতিহাসের কাঠ গড়ায় একদিন আপনাদেরও দাঁড়াতে হতে পারে ও আম কতলেরও হয়তো সম্মুখীন হতে হতে পারে।
ভারতীয় আধিপত্য বাদ দিয়ে বাংলাদেশী সেনা দোসর, লুটপাট কারী আওমীলীগ-বিএনপি একত্রে জুলাই-আগষ্ট ২৪ বিপ্লবকে ব্যার্থ করে দিচ্ছে। ইসলামকে ছুড়ে ফেলে দিয়ে তারা এদেশে হরিলুটের নৈরাজ্য কায়েম করতে চাচ্ছে।দেশের স্বাধীনতা বিপন্ন। বিপ্লবীদের ফাঁসী অনিবার্য করে তুলতে চাচ্ছে তারা।
এ অবস্হার প্রেক্ষিতে দ্বিতীয় বিপ্লবের ডাক দেয়া অনিবার্য হয়ে পড়েছে।” জাগো বাহে কন্ঠে সবাই।