
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন বেলকুচি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
পহেলা মে (রোজ বৃহস্পতিবার) সকাল ৮ঃ০০ ঘটিকার সময় আলহাজ ছিদ্দিক উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন জাতীয়তাবাদী শ্রমিক দল বেলকুচি পৌর শাখার অস্থায়ী কার্যালয়ে এই চিকিৎসা কার্যক্রম শুরু করে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত পরিচালনা করা হয়।
এখানে দুস্থ শ্রমিক পরিবার সহ সর্বস্তরের গরিব দুঃখী মানুষের মধ্যে চিকিৎসা প্রদান করেন, বেলকুচি উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের চিকিৎসকগন।
এ সময়ে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি বিপ্লব সরকার, বেলকুচি উপজেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা, বেলকুচি উপজেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু হাশেম সাজু, বেলকুচি পৌরসভা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান প্রামানিক, বেলকুচি পৌরসভা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া,
বেলকুচি পৌরসভা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আল মামুদ, বেলকুচি উপজেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলমআলম, ক্রসাধাক্ষ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক সাইফুল মোল্লা, সদস্য হেসাম, ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।