
আহসান (রায়পুর) উপজেলা প্রতিনিধি:
আজ ০৬নং কেরোয়া ইউনিয়ন এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সকাল ১১:০০ টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম ফরিদ এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৬নং কেরোয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মুহাম্মদ ইউনুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম মোল্লা, স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি নুর হোসেন পাটওয়ারি,সমাজ সেবক জনাব,আবদুল হামিদ দুলাল ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আইনান, ছাত্রশিবির এর রায়পুর থানা সেক্রেটারি হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামী যুব বিভাগের কেরোয়া ইউনিয়ন সহ সভাপতি নাঈম আকবর,যুব নেতা রাশেদ,সাবেক শিবির নেতা হাবিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন মারুফ, সেক্রেটারি হাসিবুল ইসলাম হৃদয় প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে কেরোয়া ইউনিয়ন ছাত্রশিবির ও ছাত্রদল এর নেতৃবৃন্দ।অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক আবদুল করিম সিদ্দিকী।