শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ভালোবাসার দিনে পলাশ ও পারশার কণ্ঠে ‘প্রথম প্রেমের গান’!

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩০ Time View

মোঃ আমিনুল ইসলাম:

এবারের ভ্যালেন্টাইন্স ডে-তে ‘প্রথম প্রেমের গান’ শিরোনামে একটি মৌলিক গান নিয়ে আসছেন পলাশ শাকিল। গানটির কথা ও সুর তার নিজের। ডুয়েট এই গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ শাকিল ও কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। ‘প্রথম প্রেমের গান’টির সঙ্গীত আয়োজন করেছেন শরীফুল ইসলাম সুমন। গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে তার সাউন্ড হ্যাকার স্টুডিওতে।
পলাশ শাকিল বুয়েটের আর্কিটেকচার গ্রাজুয়েট। পড়েছেন দেশসেরা মির্জাপুর ক্যাডেট কলেজেও। দেশের উঠতি স্থপতিদের একজন হয়েও গানের প্রতি ডেডিকেশন ও ভালোবাসার কোনো কমতি নেই। একই সঙ্গে ক্যারিকেচার আর্টিস্ট হিসেবেও একরকম ভালোই নাম-ডাক রয়েছে তার।
এর আগে তার ব্যান্ড ‘সাইকেল’র হাত ধরে আজব রেকর্ডস-এর ব্যানারে ‘সেই বেদনা’ ও ‘আজ গান গাও’ শিরোনামে দুটি গান রিলিজ পেয়েছে। এছাড়া এ বছর আরও কিছু মৌলিক গান রিলিজ করার জন্য রেকর্ডিং চলছে।
কণ্ঠশিল্পী পারশা প্রায় ৩ বছর পর আবার কাজে ফিরছেন। বর্তমানে লেখাপড়া করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগে। সামনে আসছে আরও বেশ কিছু কাজ। ইতোমধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও মাহতিম সাকিবের সঙ্গে দুটো গানে কণ্ঠ দিয়েছেন পারশা।
এবারের ভ্যালেন্টাইনে গানের পাশাপাশি নাটকেও কাজ করেছেন কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। এর আগে এয়ারটেল, নেসক্যাফেসহ বিভিন্ন টিভিসি ওভিসিতে অভিনয় করলেও নাটকে এটা প্রথম কাজ তার। জনপ্রিয় পরিচালক প্রবীর রায় চৌধুরীর ‘লাভ লাইন’ নাটকে অভিনেতা জোভানের সাথে দেখা যাবে পারশাকে। সাথে থাকছে তার কাঁধে বসে গাইতে থাকা সবার প্রিয় ‘লিও দ্যা ডাইনোসর’।
গানটি রিলিজ হবে ভ্যালেন্টাইন্স ডে-তে।
গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব রেকর্ডস’।
গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে।
গানটির প্রচারণার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই গানটি প্রথম প্রেমের স্মৃতিগুলোকে উজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102