
ধর্ম ডেস্ক :
ইসলামে যে রাতগুলো ফজিলতে পরিপূর্ণ, সেসবের অন্যতম ঈদের রাত। ঈদুল ফিতর ও ঈদুল আজহার চাঁদ দেখা গেলেই শুরু হয়ে যায় ঈদের রাত। সেই রাতকেই আমরা চাঁদরাত বলি। এই রাতে সাধারণত আমরা অযথা আড্ডা, ঘোরাঘুরি, বিনোদন কিংবা ঘুমিয়ে সময় কাটিয়ে দিই। অথচ ইসলামে এই রাতে ইবাদতের মর্যাদা অসামান্য। এই রাতকে বলা হয়ে থাকে পুরস্কারের রাত। হাদিসে এসেছে, চাঁদরাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, ‘যে ব্যক্তি জুমার রাত, রজব মাসের প্রথম রাত, অর্ধ শাবানের রাত এবং দুই ঈদের রাত—এই পাঁচ রাতে কোনো দোয়া করে; তার কোনো আবেদনই ফিরিয়ে দেওয়া হয় না।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৭৯২৭
মুয়াজ ইবনে জাবাল (রা.) বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেন, যে ব্যক্তি পাঁচটি রাত (ইবাদতের মাধ্যমে) জাগ্রত থাকবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যিলহজ মাসের ৮ ও ৯ তারিখের রাত, ঈদুল আজহার রাত, ইদুল ফিতরের রাত এবং ১৫ শাবানের রাত। (আত তারগিব ওয়াত তারহিব লিল মুনজেরি: ২/৯৮, হাদিস: ১৬৫৬)