
কিশোরগঞ্জ – ৫ (বাজিতপুর নিকলী) আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য আফজাল সুজের মালিক- আফজাল হোসেন ছাত্রজনতা হত্যার একাদিক মামলার আসামী গত ৫ ই আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সেও বাজিতপুর থেকে পালিয়ে দীর্ঘ আটমাস পালিয়ে থাকার পর আজ সোমবার ভোরে মেহেরপুর শররের তার কর্মচারী নূরুল ইসলামের বাড়ি থাকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কিশোরগঞ্জের আওয়ামীলীগের সাবেক এই এমপি আফজাল হোসেন গ্রেফতারের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তার নির্বাচনী এলাকা বাজিতপুর বাজারে আজ মাগরীবের পর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে , এসময় বিএনপির সাবেক দুইবারের প্রয়াত সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জু পুত্র মুস্তাফিজুর রহমান মামুুন বলেন এই আফজালের অত্যাচারে ১৭ বছর বাজিতপুরের মানুষ জিম্মি ছিলো তার কাছে, এবং তারই নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাই কুদ্দুস সহ আরো অনেককে হত্যা করছে আ.লীগ সন্ত্রাসীরা আমরা আফজালের ফাঁসি চাই, উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস বিএনপি নেতা বদরুল আলম শিপু সহ আরো সাস্থীয় অনেক নেতৃবৃন্দ।