আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে – dainikprothombarta    
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নওগার মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা। রাজশাহীতে তারেক রহমান নির্বাচনী সম্মেলন কি প্রতিশ্রুতি দিলেন সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা বিভিন্ন ইউনিয়নে  নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে

  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১০ Time View

আব্দুল্লাহ আল মা’আরিফী জেলা প্রতিনিধি:

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস, নারায়ণগঞ্জ জেলা শাখা এক বিশাল বিক্ষোভ

মামুনুল হকের নারায়ণগঞ্জের ছায়া খ্যাত মীর আহমাদুল্লাহর নেতৃত্বে নারায়ণগঞ্জের বাংলাদেশ খেলাফত মজলিস । মুসলিম উম্মাহর এই জাগরণী কর্মসূচিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভ মিছিলটি চাষাড়া নুর মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের ওপর যে নৃশংস গণহত্যা চালানো হচ্ছে, তা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বিশ্ববাসীকে অবশ্যই এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের ঈমানি দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা এবং বিশ্ববিবেককে জাগ্রত করা।”

বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা বিশ্বজনমত গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখে এবং আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনের পক্ষে জোরালো দাবি তুলে ধরে।

বাংলাদেশ খেলাফত মজলিসের এই প্রতিবাদী কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মুসলিম উম্মাহর পক্ষ থেকে বিশ্বব্যাপী এ ধরনের প্রতিবাদ ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানানো হয়।

ফিলিস্তিনের জনগণের ওপর চলমান গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের এমন প্রতিবাদ কর্মসূচি মানবতার প্রতি দায়বদ্ধতার পরিচয় বহন করে। সকল মুসলমানের উচিত এই গণহত্যার প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলা, দোয়া করা এবং ফিলিস্তিনের নির্যাতিত ভাই-বোনদের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের রক্ষা করুন এবং তাদের বিজয় দান করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102