
মিলন হোসেন,খুলনা প্রতিনিধি :
নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি শেখ শাহিনুল হক শাহীন (৫০) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত সোয়া ১১ টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনাটি ঘটে। নিহত শেখ শাহিনুল হক শাহীন দৌলতপুর কাত্তিককুল এলাকার জনৈক আ: রশিদের ছেলে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। নিহত শাহীন বিভিন্নস্থানে আত্মগোপনে থাকত।
তিনি আরও বলেন, শনিবার রাত সোয়া ১১ টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক ব্যক্তির লাশ পড়ে আছে এমন সংবাদ স্থানীয় বাসিন্দা বাড়ির মালিক অবসরপ্রাপ্ত অফিসার তিনি বলেন, আমি তারাবির নামাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাব। এমন সময় আমার বাড়ির সামনে রাস্তায় জোরে একটা শব্দ শোনা যায়। তিনি বলেন আমি পরবর্তীতে বাইরে তাখিয়ে দেখি সেখানে শুধু একটা লাশ ফেলানো আশেপাশে কাউকে দেখতে পাইনি। তিনি বলেন তাৎক্ষণিক আমি ৯৯৯ ফোন দিয়ে থানায় যোগাযোগ করি।পরবর্তীতে পুলিশ সেখানে উপস্থিত হয়। খুলনা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে গিয়ে আমরা শাহীনের লাশ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনা শুনে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে রাতে বাগমারা ও তার আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।
এর আগে রাত ৯ টার দিকে নিরালা হাজি বাড়ি
মোড়ে আরেকটি ঘটনা ঘটে, ২ জন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের হামলায় সেখানে দুইজন আহত হয় । পরবর্তীতে একজন গুলিবিদ্ধ হয় খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি এমনটাই নিশ্চিত করছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।