
হোসাইন মৃদুল,
স্টাফ রিপোর্টার
ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদি নবজাগরণ দলের উদ্যোগে শুক্রবার (১৪ ই মার্চ) ফার্মগেটের জিয়া উদ্যানে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জহিরুল ইসলাম টিটুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নাসির উদ্দিন নাসির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল ( কেন্দ্রীয় কমিটি) । বিশেষ অতিথি হিসেবে ছিলেন আসিফ রহমান সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দল মিরপুর ১০ । পিয়ার মাহমুদ হাসান সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদি নবজাগরণ দল। নাজমুস সায়েক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদি নবজাগরণ দল। সহ অনেক নেতাকর্মী।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদি নবজাগরণ দলের সাধারণ সম্পাদক নাজমুস সায়েফ বলেন – মুক্তিযুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বলে শেষ করা যাবে না । তার শাসনামলে আমরা দেখেছি ন্যায় বিচার জন্য যিনি কাজ করেছেন , দেশের জন্য কাজ করেছেন । দেশের মানুষের জন্য কাজ করেছেন। ১৯৭৮ সালে যখন বিএনপি ঘোষিত হলো তার আগে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রিকেট গোল দেশপ্রেম ছিল। তিনি বিভিন্ন জায়গায় দরিদ্র মানুষের সহায়তা করেছেন । আমরা তাঁরই ধারাবাহিকতায় পূর্ণ উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি নবজাগরণ দল গঠন করেছি।
এসময় বিভিন্ন নেতারা বিভিন্ন বক্তব্য দেন।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়