শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরণ

  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯৯ Time View

এম. শাহাবুদ্দিন (রাজশাহী):

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে থেকে ১৯০ পরিবারের মধ্যে ক্রমাগত ভাবে দুর্গাপুর উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ চলে আসছে।

তারই ধারাবাহিকতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে (১২ মার্চ ২০২৫) বুধবার সকালে দু্র্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ টি পরিবারের মাঝে ১টি করে বকনা (গরু) বিতরন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রুবিনা খাতুনসহ উপকারভোগী পরিবারের সদস্যগণ।

দুর্গাপুর উপজেলার ঝালুকা, নওপাড়া, জয়নগর ইউনিয়ন ও দুর্গাপুর পৌরসভার নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়। এদিকে, গরু ছাড়াও তারা ঘর তৈরির উপকরণ, ঔষধ এবং খাদ্য দ্রব্য পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102