শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

পাইকগাছায় চাঁদা না দেওয়ায় মৎস্য ঘেরে পানি উঠা বন্ধ; মৎস্য চাষীদের মানববন্ধন

  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮৯ Time View

পাইকগাছা উপজেলা প্রতিনিধি:নুরুল আমিন পলাশ

খুলনার পাইকগাছায় চিংড়ী ঘেরে চাঁদা না দেওয়ায় পানি তুলতে বাঁধা দেওয়ায় প্রায় ৬ হাজার বিঘা জমির ঘের ও মালিকদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর প্রধান সড়ক ও ঘের সংলগ্নে স্থানীয় ইউনুছ মোল্যাদের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঘের মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা মিথুন।

এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি মেম্বর এসএম লুৎফর রহমান, মকবুল হোসেন, এনামুল হক, উজ্জ্বল গাজী,আবু তালেব গাইন, ইসরাফিল হোসেন, শাহাবুদ্দিন গাইন,আজবর হোসেনও সেলিম গাইন। বক্তারা বলেন স্থানীয় ইউনুছ মোল্যা ও তার দোষররা আমাদের কাছে ৫ লাখ টাকা দাবী করে। আমরা চাঁদার সম্পূর্ণ টাকা না দেওয়ায় ঘেরে কোন পানি উঠতে দিবে না। এসময়ে বক্তারা আরো বলেন, আমরা ঘের মালিকরা সম্মিলিতভাবে তুলে ইতিমধ্যে ইউনুস মোল্লাকে ১ লাখ টাকা দিয়েছি। তাতে সে সন্তোষ্ট না হয়ে পানি উঠাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জানা যায়, মোল্লা ইউনুস উপজেলা সেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম-আহবায়ক। এছাড়াও এ এলাকায় দীর্ঘদিন পানি সরবরাহের জন্য থাকা স্লুইসগেটের মুখ নদী খনন জনিত কারণে আটক থাকে। একারণে দীর্ঘদিন কোন পানি উঠেনি। ফলে জমি ও ঘের মালিকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েছে।

এবিষয়ে প্রতিপক্ষ ইউনুছ মোল্লা বলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি। জনগণের স্বার্থে আমি লবণ পানি তুলতে দিচ্ছিনা। টাকা আদায়ের বিষয়টি সঠিক নয়।

এদিকে মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে কাছে বিষয়টির আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102