
মিলন হোসেন,খুলনা প্রতিনিধি:
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত অংশ হিসাবে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজ শাখা ছাত্রদল।
সরকারি সুন্দরবন আদর্শ কলেজ এর সামনে
১০ মার্চ ২০২৫, সোমবার বেলা ১১ টায় সময় মানববন্ধন কর্মসূচি শুরু হয় । কর্মসূচিতে স্বাগত বক্তব্যে কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন বলেন দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। এ সময় মাগুরার আসিয়া সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ এর সেসব ঘটনা ঘটেছে এসব ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান। এ সময় আরো বলেন বর্তমান আইনশৃঙ্খলা বাইনীর নীরব ভূমিকা থাকার কারণে দেশে চুরি , ছিন্তায় ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় হত্যাকান্ডের প্রতিনিয়ত খবর পাওয়া যাচ্ছে।
এ সময় উপস্থিত আরও নেতৃবৃন্দ ধর্ষকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসহ, জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক অবনতির দিকে নিয়ে যাচ্ছে । এজন্য অন্তবর্তী সরকারের প্রতি দ্রুত আইন-শৃঙ্খলা প্রস্তুতির উন্নতির দাবি করেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহব্বায়ক কমিটির সদস্য মিলন হোসেন , এছাড়া সাকিল আহমেদ, আলমগীর হোসেন,মারুফ, তানভীর,নাহিদ,আশরাফুল,রায়হান,আসিফ,মুহিন,সালমান,নাজমুল প্রমুখ। এসময় সাধারন শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।