
কলেজ প্রতিনিধি সেতু রানী
৬ তারিখ বেলা তিনটা কবি নজরুল সরকারি কলেজ মাঠে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই সময় প্রায় ১৫ শত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২০ জন প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন সাবেক ছাত্রদলের সভাপতি হাসির রানা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাইনুদ্দিন আরিফ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম ছাএদলের সদস্য সচিব নাজমুল হাসান আজম খান গোপাল আহমেদ মইনুল খান সহ নেতা বিন্দুরা।
অনুষ্ঠান শুরুতে বক্তব্য রাখেন ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম।
তিনি বলেন, ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রেখে আমাদের এই আয়োজন। প্রায় এই ১৭ বছর ফ্যাসিস্ট সরকার তাদের মত করে এই কলেজ টিকে নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা তাদের মন মত কিছু করতে পারিনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাই এই ভেদাভেদ দূর হোক এবং শিক্ষার্থীরা তাদের যে কোন প্রয়োজনে আমাদের কাছে আসুক আমরা তাদের পাশে আছি। তিনি আরো বলেন আমাদের আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ৫০টি প্রশ্ন দেওয়ার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীরা যেন এই প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করে এ সম্পর্কে আরো জ্ঞান অর্জন করে এটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং আমরা আমাদের লক্ষ্য কিছুটা পূরণ করতে পেরেছি। তিনি আরও বলেন রাজনীতি শিক্ষিত এবং মেধাবীদের জন্য তাই আমার মতে মেধাবীতে রাজনীতি করা উচিত। ছাত্রদলের আগামীতে বাংলাদেশকে যে নেতৃত্ব দিবেন তার জন্য সুষ্ঠু ও সঠিক হয় তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় শিক্ষার্থীরা যেন মেধাবী হয়ে উঠুক তার জন্য এটা আমাদের ক্ষুদ্র ও প্রথম একটা প্রচেষ্টা।
সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মইনুদ্দিন আরিফ বলেন, ছাত্রদলের এই আয়োজিত কুইজ প্রতিযোগিতাটি খুবই ভালো হয়েছে এবং তাদের নতুন নতুন নানা আয়োজনে ধারাবাহিকতা রাখবে বলে আমি মনে করছি।
অনুষ্ঠানের সবার বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকলকে অভিনন্দন জানানো হয়।