
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে গবেষণা সহযোগিতা বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাবির প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়।
রাবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইখতিখারুল আলম মাসুদ এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এম মোসাদ্দেক হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতার আওতায় রাবির এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর আমিনুল হক, ইউনিমেড ইউনিহেলথের উপ-মহাব্যবস্থাপক মো. আবু জাফর সাদেক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির জ্যেষ্ঠ গবেষক এ এন এম ইফতেখার একত্রে গবেষণা পরিচালনা করবেন। তাদের গবেষণার মূল লক্ষ্য হবে দেশীয়ভাবে উৎপাদিত এলোভেরা এবং আমদানিকৃত এলোভেরার গুণগত মানের তুলনামূলক বিশ্লেষণ করা এবং স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় জৈব প্রযুক্তিগত পরিবর্তনের সুপারিশ প্রদান।
বর্তমানে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড যুক্তরাষ্ট্র থেকে উন্নতমানের এলোভেরা কাঁচামাল আমদানি করে নিজেদের ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করে দেশের বাজারে সরবরাহ করে। নতুন এই গবেষণা ও সমঝোতা স্মারকের মাধ্যমে দেশীয় এলোভেরা উৎপাদনের সম্ভাবনা এবং তা বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Hlathoaicha Chak
RU Correspondent