
বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল
বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন-ব্রুডা এর ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়েছে। সংগঠনটির নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সায়মাতুজজাহান মুন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জীবন প্রধান ওহী এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের রাইছুল হাসান রুহান।

গত ২২ ফেব্রুয়ারি ব্রুডার আয়োজিত ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর ২ মার্চ ২০২৫ তারিখে সংগঠনের ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. শাহিনুর রহমান এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সামিয়া হক ইরা।

বিতর্ক চর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে নতুন নেতৃত্বের প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নবনির্বাচিত সদস্যরা। তারা ব্রুডাকে আরও উচ্চতায় নিয়ে যেতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।