
পাইকগাছা প্রতিনিধি:নুরুল আমিন পলাশ
কপিলমুনি বাজারের নিকটবর্তী পালপাড়া এলাকায় নিম্নমানের গুড় তৈরির অভিযোগের ভিত্তিতে গুড় তৈরির কারখানায় অদ্য ২৬/০২/২০২৫ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা থাকায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর অধীনে দুইটি মামলায় ১৫০০০ টাকা জরিমানা করা হয়।
একই সাথে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও বিভিন্ন দোকানে ক্রয়রশিদ, মূল্যতালিকা যাচাই করা হয় এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানো হয়৷ এসময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ১টি মামলায় অভিযুক্তকে ১০০০/- টাকা জরিমানা করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মো: হাসিবুর রহমান ও পাইকগাছা থানার চৌকষ টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন। তিনি বলেন জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।