
নিজস্ব প্রতিবেদক:-
সাংবাদিক আরিফুল ইসলামের হাতে বার্তা সম্পাদকদের আইডি কার্ড তুলে দেয়া হলো।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকা”দৈনিক প্রথম বার্তা” বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক “আরিফুল ইসলাম”। পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়ে “আরিফুল ইসলামকে”প্রেস কার্ডটি তুলে দেন ফারদার ফ্যাশন লিমিটেডের সম্মানিত ম্যানেজার শাওন আহমেদ।এসময় শাওন আহমেদ _আরিফুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। দেশপ্রেম সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে এবং নিজেকে সর্বদা জনসেনবায় কাজ করতে পরামর্শ প্রদান করেন।
এদিকে “দৈনিক প্রথম বার্তা” বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ায় আরিফুল ইসলাম জানান যে, ‘‘দৈনিক প্রথমবার্তা এর সম্পাদক মহোদয় আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন- এটা অবশ্যই আমার জন্য একটি বিশেষ প্রাপ্তি। এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেলো। তাদের এই আস্থার যথাযথ মূল্যায়ন করে আগামীতে দৈনিক প্রথমবার্তাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।’’ তাছাড়া বার্তা সম্পাদকের এই দায়িত্ব পাওয়ায় আরিফুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক আবির ইসলাম ও প্রকাশকের পরিবারবৃন্দ। .
তিনি আরো বলেন,সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনলাইন ও প্রেস মিডিয়ায় সুনামের সহিত কাজ করছি। আগামীতেও যেন পূর্বের সুনাম ধরে রাখতে পারি এমন প্রত্যাশা করে দৈনিক প্রথমবার্তার সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের কাছে আমি দোয়াপ্রার্থী।