মোঃ এম এ খাঁন ইমন, হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধায় আইএফআইসি উপশাখা ব্যাংকের (উপশাখা) আয়োজনে প্রতিবেশী উৎসব নামে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার এ অনুষ্ঠানকে ঘিরে অত্র ব্যাংকের আশেপাশের লোকজন,সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে নানা ধরনের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।
আই এফ আইসি’ ব্যাংক উপশাখা ব্যবস্থাপক রাশেদুল কবীর মন্ডলের সভাপতিত্বে ব্যাংক হলরুমে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন,
হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমাম মামুন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার সিংহ,
মতিযন নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম খাঁন, মাকসুদা পারভীন শাপলা,আই এফ আই সি ব্যাংক লালমনিরহাট শাখা মার্কেটিং অফিসার সাফিউল ইসলাম সাফি,টি এস ও সোহাগ পারভেজ, উপশাখার মার্কেটিং অফিসার কেএম সোহেল রানা বাবু প্রমুখ।