মো:আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের জন্য দোয়া এবং ২০২৪ খ্রি: সনের অনুষ্ঠিতব্য এস,এস,সি, পরীক্ষার্থীদের জন্য ০৮ ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ০৯ ঘটিকায় বিশেষ দোয়া ও বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এম,কে নাজমুল হাসান নিঝুম (সভাপতি,ম্যানেজিং কমিটি,বাখরনগর উচ্চ বিদ্যানিকেতন)।
প্রধান অতিথি কাজী আবুল খায়ের চেয়ারম্যান,১৪ নং নবী পুর পূর্ব ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং নবী পুর পূর্ব ইউনিয়ন পরিষদের বাখরনগর ৭ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী শাহআলম।
মিলাদ পরিচালনায় ছিলেন হাজী মৌলবী মো:রেজাউল করিম,খতিব,বাখরনগর কেন্দ্রীয় জামে মসজিদ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,ছাত্র/ছাত্রীদের বিদায় বক্তব্য,অভিভাবকদের পক্ষে বক্তব্য,প্রধান অতিথির বক্তব্য,সভাপতি কতৃক সমাপনী বক্তব্য,মিলাদ ও দোয়ার শেষে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনে দোয়া মিলাদ ও ২০২৪ খ্রি: সনের অনুষ্ঠিতব্য এস,এস,সি, পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন,আলমাস মেম্বার,মোহাম্মদ বিল্লাল হোসেন বিপ্লব,সত্তর মেম্বার এবং শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।