আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর)
রায়পুর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রাখালিয়া বাজার সংলগ্ন ওসমান গনি পাটোয়ারী বাড়ির ওসমান গনি পাটোয়ারীর ঘরেই এই ঘটনা ঘটে।
ওসমান গনি পাটোয়ারী বলেন, ঘরের দরজা ভেঙে ৮ থেকে ১০ জনের অস্ত্রধারী ঘরের মধ্যে প্রবেশ করে। ৩ ভরি স্বর্ণালংকার, জরুরী কাগজপত্র ও অন্যান্য ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
রাখালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি কাঞ্চন চৌধুরী বলেন, ওসমান গনি পাটোয়ারীর বাড়িতে চুরি হয়েছে। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এসেছে। ওসমান গনির স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় ওই ঘরে কেউ থাকত না। তারা স্বপরিবারে ঢাকায় থাকত। হঠাৎ করেই এ ধরনের চুরি ডাকাতি এলাকার মানুষকে ভাবিয়ে তুলেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।