কয়রা (খুলনা) প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম :
জাতীয়তাবাদী কৃষকদল কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় উত্তর বেদকাশি কাছারাবাড়ি বাজার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের আহবায়ক এমএম গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম। এতে উদ্বোধক ছিলেন খুলনা জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা কৃষকদলের সহ-সভাপতি ডা. গোলাম মাসুদ মৃধা, জেলা দপ্তর সম্পাদক দেবাশিষ মন্ডল।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এমএ হাসান মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, সদর উদ্দিন আহমেদ শেখ সালাউদ্দিন লিটন প্রমুখ।