
বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল
তারুণ্যের উদ্যম ও যুক্তির আলোকে সামনে রেখে সফলভাবে আয়োজন করেছেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চল “তারুণ্যের বিতর্ক উৎসব ২০২৫” । সেচ্ছাসেবীতা ও স্কিল ডেভেলপমেন্টকে প্রাধান্য দিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা তরুণদের যুক্তি চর্চার মাধ্যমে সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে ।
শুক্রবার (১০ জানুয়ারী ২০২৫) সকাল ১০ টা সময় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুম অনুষ্ঠান শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইলিয়াস প্রামানিক, (পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর), ড. মো. ফেরদৌস রহমান, (প্রক্টর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) এবং আব্দুল্লাহ আল মাহবুব,( সহকারী অধ্যাপক, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
উক্ত বিতর্ক উৎসবে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন
প্রফেসর মো. তোফায়েল হোসেন,( সাবেক অধ্যাপক, ইংরেজি বিভাগ, কারমাইকেল কলেজ); ড. মোতাহার হোসেন সুজন, (অধ্যাপক, বাংলা বিভাগ, রংপুর সরকারি কলেজ) ড. মাগফুর হোসেন রিপন,( সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রংপুর সরকারি কলেজ); আব্দুল মাজেদ(, বিচারক, বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ও যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি) ।
পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এম আজহারুল ইসলাম দুলাল,( চেয়ারম্যান, বিতর্ক বিকাশ রংপুর এবং উপদেষ্টা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার) রংপুর ।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট রংপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু; ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চলের সমন্বয়কারী আরমান আরাফাত অনিক ।
উক্ত অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন হাসান আলী, সহ-আহ্বায়ক নাজমুস সাকিব এবং মিফতাহুল ইসলাম লাবিব ।আয়োজনের আহ্বায়ক হাসান আলী জানান, “আমাদের বিশ্বাস যারা যুক্তি শিখে তা উপস্থাপন করে, তারা সমাজের অন্ধবিশ্বাস দূর করতে ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । এই উৎসব তরুণদের সম্প্রীতি ও সুশাসন বিষয়ে সচেতন করার পাশাপাশি বিতর্কের আনন্দমুখর পরিবেশ তৈরি করেছে ।”
এই বিতর্ক উৎসবে তরুণ বিতার্কিকরা সমসাময়িক ইস্যুগুলো নিয়ে যুক্তির লড়াইয়ে অংশগ্রহণ করেন । আয়োজনটি তরুণদের মধ্যে যুক্তি চর্চার ধারা অব্যাহত রাখার প্রত্যাশায় সফলভাবে সম্পন্ন হয় ।
আয়োজক টিমের নিরলস পরিশ্রম এবং অংশগ্রহণকারীদের আগ্রহের ফলে “তারুণ্যের বিতর্ক উৎসব ২০২৫” একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন ।