হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা করে- মোঃ মিজানুর রহমান (৩৭), এমরান মিয়া (৩০) ও টিপু সুলতান (২৮)কে আহত করেছে প্রতিপক্ষ। ভাংচুর করেছে বসতগৃহে ব্যবহার্য আসবাব পত্র।
এমনটাই অভিযোগ করেছেন মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুরের ফুল মিয়ার পুত্র সিঙ্গাপুর প্রবাসী মোঃ মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, গত ২৬ নভেম্বর মঙ্গল বার সকাল সাড়ে ৯ টার দিকে একই এলাকার বাসিন্দা মৃত আফসর উদ্দিনের পুত্র তিতন আলী (৫৮), তিতন আলীর পুত্র মাসুক মিয়া (৩৫), মৃত কিতাব আলীর পুত্র কামাল মিয়া (৫০) ও কামাল মিয়ার পুত্র মাসুক মিয়া (২২) পূর্ব পরিকল্পিতভাবে লাঠি-সোটা, লোহাররড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে তার বসতগৃহে প্রবেশ করে বেপরোয়া হামলা চালিয়ে মিজানুর রহমান, তার ভাই এমরান মিয়া ও টিপু সুলতানকে আহত করে। ভাংচুর করে ঘরের দরজা-জানালা, সুকেছ, টিভিসহ নানা আসবাবপত্র। তাদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকে পরবর্তীতে দেখবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
এই মর্মে গত ২৯ নভেম্বর মিজানুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে মাধবপুর থানার এসআই সায়েদুল ইসলাম তদন্ত করে যান।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগের তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।