জাকারিয়া শাওন,শরণখোলা উপজেলা প্রতিনিধি:
শরণখোলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২৫ নভেম্বর সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতি পদে শেখ মোহাম্মদ আলী (ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন (নয়া দিগন্ত) নির্বাচিত হন।
প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম নির্বাচন পরিচালনা করেন।
এছাড়া ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিতে সহ-সভাপতি নজরুল ইসলাম আকন (৭১’ টিভি/ জনকন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাপ্পি (এস টিভি/ভোরের ডাক), কোষাধ্যক্ষ আবু হানিফ (প্রবাহ), প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে সাবেরা ঝর্ণা (মানব কন্ঠ), নির্বাহী সদস্য- ইসমাইল হোসেন লিটন (প্রতিদিনের বাংলাদেশ), মহিদুল ইসলাম (কালের কন্ঠ), আমিনুল ইসলাম সাগর (ভোরের দর্পন), সান্তানুর রহমান খোকন (ইনকিলাব) ও আব্দুর রাজ্জাক তালুকদার (খবরপত্র) নির্বাচিত হয়।