পাইকগাছা উপজেলা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
পাইকগাছায় শিক্ষার্থীদের কয়েকদিনের কঠোর আন্দোলনের মুখে পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে অপসারণ করা হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে । এ সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, উপজেলার পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরব রাণী রায়। তিনি প্রায় এক বছর হলো এ বিদ্যালয়ে যোগদান করেছেন।এর মধ্যে তিনি ১৫ দিন মত বিদ্যালয়ে হাজির থেকেছেন এমনটি জানান ছাত্রীরা।
অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তিনি স্বাভাবিক মস্তিস্কের লোক নয়। তার বিরুদ্ধে নানা অনিয়ম,স্বেচ্ছাচারিতা,ক্ষমতা অপব্যবহার ও অদক্ষতার অভিযোগে এনে তার অপসারণের দাবীতে বিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন অব্যাহত রেখেছে। আন্দোলনের মধ্যে প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ ও প্রধান গেটে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ, সড়ক অবরোধ,বিক্ষোভ এর মতো ঘটনা।
আন্দোলনের চতুর্থ দিন সোমবার সকাল ৯ টায় পুরাতন পরিবহন কাউন্টার সম্মুখে চার রাস্তা মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। আন্দোলনকারীদের দাবীর প্রেক্ষিতে খুলনা জেলা উপ-পরিচালক কামরুজ্জামান সরেজমিনে এসে ছাত্র,শিক্ষক ও অভিভাবকদের সাথে বৈঠাক করে প্রধান শিক্ষিকাকে অপসরণ ও সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ সামছুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ,সহকারী পরিদর্শক বাবুল সরদার,অভিভাবক প্রতিনিধি ডাঃ সুজন কুমার সরকার,সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ,শিক্ষার্থী অর্পিতা সরকার,আকসারা নেওয়াজ চাহাত,জারিন তৌফা,এশা,স্বরসতী মন্ডল ও শ্রেয়া সহ প্রায় দুই শতাধিক ছাত্রী এসময় উপস্থিত ছিলেন।