আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে মাসব্যাপি দেশীয় পণ্য ও শিল্প মেলা উদ্বোধন। ১৫ ই নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় রায়পুর উপজেলা চত্বরে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
এই মেলায় বেশি আকৃষ্ট করেছে কসমেটিকস এবং গৃহস্থালির টুকিটাকি দ্রব্যাদি। এই সময় মেলায় দর্শনার্থীদের ভিড় দেখা যায়। আমদানি বা বিদেশি কোনো পণ্য থাকবে না মেলায়। মেলা সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মেলা উদ্ভোধন করেন রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন ভূইয়া দুলাল, রায়পুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আজকাল পত্রিকার রায়পুর প্রতিনিধি সৈয়দ আহমদ। রায়পুর রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ পরান আরিফ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন আরো উপস্থিত ছিলেন দ্যা ডেইলি এক্সপ্রেস পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন রুদ্র, দেলোয়ার হোসেন, দেশের কন্ঠ পত্রিকার সাংবাদিক মাহমুদ সানি, আক্তার হোসেন, কাউসার, জাকির হোসেন দিদার সাংবাদিক খোরশেদ আলম চৌধুরী,জিহাদ, সাংবাদিক রনি , রুবেল গাজী, জাকির হোসেন সহ অন্যান্য সাংবাদিক ও গণ্য মান্য ব্যক্তিবর্গ।
মেলায় ঘুরে দেখা যায়, যুবক-যুবতীসহ নারীদের প্রচন্ড ভীড়। তারা পছন্দের কসমেটিক্স ও ঘর সাজাতে গৃহস্থালির জিনিসপত্র কিনছেন। স্লিপার, ম্যাজিক নৌকা, নাগরদোলা ও ট্রেনে বিনোদন নিচ্ছে শিশুরা।কসমেটিক্স দোকানের কয়েকজন ক্রেতা জানান, মেলায় ঘুরতে এসেছিলেন। কিন্তু আসার পর অনেক কসমেটিক্স ও বিভিন্ন প্রকারের অলংকার পছন্দ হওয়ায় সেগুলো কিনেছেন।