জাকারিয়া শাওন,শরণখোলা উপজেলা প্রতিনিধি:
শরণখোলায় সোমবার সকালে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলায় সোমবার সকালে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর শরণখোলা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মোহাইমেন। উপজেলার আইনশৃংখলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি,র সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, শরণখোলা প্রেসক্লাবের আহবায়ক শেখ মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আঃ হালিম, সাংবাদিক আঃ মালেক রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল, জামায়াত নেতা মাওলানা ওবায়দুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় উপজেলায় মাদক নির্মুল, শিক্ষার পরিবেশ রক্ষা, ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ ও উপজেলার আইনশৃংখলা পরিস্থিতিসহ বাজারদর নিয়ন্ত্রণে রাখতে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।