লালপুর প্রতিনিধি:
লালপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার।
নাটোরের লালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাঝগ্রামের আমজাদ প্রামাণিকের ছেলে মুসা আলী (২৬), জামরুল ইসলাম (৪০), নাওদাড়া গ্রামের মৃত রহমানের ছেলে আমিরুল (৩৪), রামকৃষ্ণপুরের মিরাজ মালিথার ছেলে রিপন আলী (৩৫)।
লালপুর থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী একটি চক্র সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।