নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মালেকের বাড়ি এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। অবরোধের কারণে প্রায় ৯ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সৃষ্টি হয়েছে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ যানজট।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
জানা গেছে, চার মাসের বকেয়া বেতনের দাবিতে টি এন্ড জেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের ৬টি কারখানার শত শত শ্রমিক শনিবার সকালে কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
যানজটে আটকে থাকা ব্যবসায়ী ইমতিয়াজ হসেন বলেন, ছয় বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। প্রায় আট ঘণ্টা ধরে আটকে আছি। মেয়েটি কান্না করছে। আশপাশে ভালো হোটেলও নেই। এখন মেয়েটিকে কীভাবে খাবার খাওয়াই। শ্রমিকরা কখন রাস্তা ছাড়ে তার কোনো ঠিক নেই।
ট্রাকচালক শরীফ বলেন, দীর্ঘ সময় ধরে যানজটে আটকে আছি। কখন যে ছাড়বে জানি না।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতনসংক্রান্ত সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে বোর্ড বাজারের এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেড ও কোনাবাড়ির বিসিক শিল্পনগরী এলাকায় লাইফ ট্যাক্স লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে দুপুরের পর চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।