লালপুর প্রতিনিধি:
লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাগর আলী (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত সাগর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ঝুট ট্রাক থেকে নামানোর প্রস্তুতিকালে একই ট্রাকের হেলপার সাগর আলী চাকার নিচে পড়ে পিষ্ট হয়।
পরে স্থানীয় লোকজন তাকে আশাঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রামেকে পৌঁছানোর আগেই সাগর মারা যায় বলে জানা গেছে।