এম ফজলুর রহমান খালেদ ( হবিগঞ্জ জেলা প্রতিনিধি) :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান দুলাল (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ভোর রাতে মাধবপুর থানা পুলিশ উপজেলার আদাঐর ইউনিয়নের সুনতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি সুনতালপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান- ১৯ সেপ্টেম্বর মাধবপুর থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামললা ও ভাংচুর মামলায় তদন্তে প্রাপ্ত আসামি। এছাড়া ২০১৭ সালে একটি মামলার এজহারে অভিযুক্ত। বৃহস্পতিবার সকালে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।