সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের দরিদ্র কৃষক মোঃ বাবর আলীর ছেলে অসহায় ভ্যানচালক মোঃ জুলহাস মিয়ার (৩০) উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেতুয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুলহাস (৩০) এর উপর বর্বরোচিত হামলা চালায় এলাকার চিহ্নিত মামলাবাজ হাছেন আলী ওরফে হাইছ্যা ও তার ছেলে জয়নাল। আমরা এলাকাবাসী ও বেতুয়া বাজারের সকল ব্যবসায়ী হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি উক্ত হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।
স্থানীয় এলাকাবাসী ও বেতুয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান আহত জুলহাসের চাচাদের সাথে একটি ঝগড়া ও মামলাকে কেন্দ্র করে জুলহাসের বাড়িতে প্রবেশের পথে বেড়া দিয়ে আটকে দেয় হাছেন আলী ও তার ছেলে জয়নাল। এবিষয়ে অভিযুক্ত জয়নালকে বেড়া খুলে দেওয়ার কথা বললে জুলহাস ও জয়নালের মধ্যে বাকবিতন্ডা ও লাঠি দিয়ে মারামারি শুরু হয়। এক পর্যায়ে জয়নাল দোকান থেকে দা বের করে করে ভ্যান চালক জুলহাসের মাথায় কয়েকটি কোপ বসিয়ে দেয়। এতে জলহাসের ডাক চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসোতালে রেফার্ড করেন। গুরুতর আহত জুলহাস বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান হাছেন আলী ওরফে হাইছ্যা ও তার ছেলে জয়নাল এলাকায় সারা বছরই কারো না কারো সাথে ঝগড়া লাগিয়েই রাখে। কিছুদিন আগেও অভিযুক্ত হাইছ্যা পল্লী বিদ্যুতের এক কর্মীকে মারধর করে। এলাকায় তারা ঝগড়াটে ও মামলাবাজ হিসেবেই চিহ্নিত।
এদিকে এ বিষয়ে জুলহাসের পিতা মো বাবর আলী (৬০) বাদী হয়ে হাছেন আলী ও তার ছেলে জয়নালকে বিবাদী করে সখীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।ঘটনার পর থেকেই হামলাকারী মোঃ হাছেন আলী ও তার ছেলে জয়নাল গা ঢাকা দিয়েছে।
এ ব্যাপারে সখীপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আঃ আজিজ জানান, জুলহাসের উপর হামলা মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।