মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:
সন্দ্বীপ উপজেলায় ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১.২০ গভীর রাতে সন্দ্বীপ পৌরসভার তালতলী বাজারের উত্তর পাশে হাজী আবদুল মোক্তালিব সুকানির বাড়ির সামনে পাকা রাস্তা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- মোঃ জাবেদ (২৫) ও মুক্তাদুল মাওলা মুন্না( ২২) উভয়ে সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ডের কালা মাঝি ও আজিম মাঝি বাড়ির খোকন ও মামুনের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত ১.২০এসআই চয়ন দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-১ ডিউটি ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিতিত্তে তাদের আটক করা হয়। এ সময় ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সন্দ্বীপ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ৩৬(১)সারণির ১০(ক)/৪১একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১১।
সন্দ্বীপ থানার ওসি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।